অপকর্মকারী নেতাকর্মীকে একচুল ছাড় দেওয়া হবে না

অপকর্মকারী নেতাকর্মীকে একচুল ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর সরকারে গেলে দুর্বৃত্তদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা ও বাগেরহাটে আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাতক্ষীরায় কর্মশালা শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান এসব কথা বলেন। সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে এবং বাগেরহাটে জেলা পরিষদ অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, ৩১ দফা দাবি শুধু বিএনপির নয়। এটা সব দলের দফা। ৩১ দফা জনগণের কাছে নিয়ে যেতে হবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা ছিল। বিএনপি নেতাকর্মীরা দুঃসহ জীবন যাপন করেছেন। অনেক কষ্ট ও আপসহীনতার বিনিময়ে আজকে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা। সেই আস্থা গুটি কয়েক মানুষের জন্য নষ্ট হতে দেওয়া যায় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গত ১৫ বছরে সামগ্রিকভাবে দেশ পিছিয়ে গেছে।

দেশের প্রতিটি সেক্টর পিছিয়েছে। একটা কথা বলতে চাই, দেশের মানুষকে মুক্তি দিতে হলে, দুটি বিষয় নিশ্চিত করতে হবে। একটি রাজনৈতিক অধিকার, আরেকটি সব শ্রেণির মানুষের অর্থনৈতিক অধিকার। রাজনৈতিক দল হিসেবে বিএনপি এটা বাস্তবায়নে কাজ করছে।’ তারেক রহমান বলেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সাতক্ষীরায় রেললাইন নির্মাণ করা হবে।

এ ছাড়া অসচ্ছল নারীদের জন্য কার্ড প্রদান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, সামাজিক সুবিচারসহ কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন তিনি। সাতক্ষীরায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন প্রমুখ।

বাগেরহাটে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদি আমিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত, গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *