মেহজাবীনের বিয়ে

সব গুজব-গুঞ্জনকে বাস্তবে পরিণত করে জীবনের নতুন জীবনে পা রাখছেন ছোট পর্দার এই সময়ের সবচেয়ে দামি মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আগাম ঘোষণা অনুযায়ী আজ সোমবারই দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করছেন এই লাক্সকন্যা। দুই পরিবারের উপস্থিতিতে অনেকটা জমকালো আয়োজনেই অনুষ্ঠিত হবে তাদের বিয়ের অনুষ্ঠান।

বিয়ের আগের দিন গতকাল রোববার দিনভর চলে মেহজাবীনের গায়ে হলুদ অনুষ্ঠান। জানা গেছে, রোববার সকাল থেকেই গায়ে হলুদের সাজে সেজেছিলেন কনে মেহজাবীন। শোবিজের অনেকে অংশ নেন গায়ে হলুদ পর্বে। তবে বেশ নিয়ন্ত্রণের মধ্যেই থাকতে হয়েছে নিমন্ত্রিত অতিথিদের। তোলা যায়নি কোনো ছবি, এমনকি কোনো রকম ভিডিও করাও নিষিদ্ধ ছিল। অতিথিরা যান, কনের গায়ে হলুদ ছোঁয়ান, আশীর্বাদ করেব এবং খাওয়া-দাওয়া ও আড্ডায় মেতে ওঠেন গতকাল।

রাজধানীর অদূরে একটি রিসোর্টে রোববার সকাল ১০টায় মেহজাবীনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। চলে সন্ধ্যা পর্যন্ত। জানা গেছে, একই ভেন্যুতে আজ বসবে বিয়ের আসর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়েবাড়ির আনন্দ-উল্লাস। কাছের মানুষ ও ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন মেহজাবীন ও রাজীবকে।

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেম ও বিয়ের গুজব অনেকবারই রটেছে। ব্যক্তিগত বিষয়টি নিয়ে অবশ্য দুজনের কেউই কথা বলতে চান না। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দুজনই মুখে কুলুপ আঁটেন। তবে তাদের কেউই সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। যদিও একসঙ্গে এক ফ্রেমে দেখা গেছে প্রায়ই। প্রশ্ন করলেই এড়িয়ে যেতেন সম্পর্কের বিষয়টি। তবে তারা যে একে অন্যের আবিষ্ট তা মুখে না বললেও ঠিকই বুঝেছেন অনুরাগীরা।

এবার ভালোবাসা দিবস থেকেই শোনা যাচ্ছিল, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ যুগল। এর আগে অসংখ্যবার প্রেম ও বিয়ের খবরে শিরোনাম হয়েছেন মেহজাবীন-আদনান। এক সাক্ষাৎকারে রাজীব বলেছিলেন, ‘মেহজাবীন আমার জীবনের সেরা ও মূল্যবান ব্যক্তি।’

প্রসঙ্গত, ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন মেহজাবীন চৌধুরী। নজর কেড়েছেন ওয়েব ফিল্মেও। ইতোমধ্যে অভিষেক করেছেন বড় পর্দাতেও। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মালতী’। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *