সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাৎকারে ছাত্রদের নতুন দল প্রসঙ্গে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া বলেন, তারা ভাবছে তারা দল গঠন করবে আর তা নির্বাচন করে জিতে চলে আসবে। ছাত্ররা কী করছে এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘এটাকে তারা ছেলেখেলা ভেবেছে। এটা কত কঠিন জিনিস তা তারা বোঝে কি না আমি জানি না।
এ সময় তিনি আরো উল্লেখ করেন, ‘ছাত্ররা ভাবছে তারা একটি দল তৈরি করবে। আর সেটি জনপ্রিয় হয়ে যাবে। আর তা নির্বাচন জিতে চলে আসবে। আর সে দলটা বাংলাদেশে এক নম্বর দল হয়ে যাবে। এ সময় বাংলাদেশে জনপ্রিয় দল কোনটা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশে জনপ্রিয় দল তো একটাই। সেটা হলো বিএনপি। জামায়াতও জনপ্রিয়। কিন্তু বিএনপির সঙ্গে তো ছাত্রদের দলের কোনো তুলনা হয় না।