সবাই বোবা হয়ে থাকবে? প্রশ্ন পরীমণির

গ্রেপ্তারি পরয়ানা জারি হয়েছে নায়িকা পরীমণির বিরুদ্ধে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেওয়া হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছে, টাঙ্গাইলের অনুষ্ঠানে যেতে না পারা নিয়ে শনিবার পরীমণি যে পোস্ট দিয়েছেন, তার সঙ্গে দ্রুত এই গ্রেপ্তারি পরোয়ানার যোগসূত্র আছে। এবার নিজেই সেই বিষয়ে মুখ খুলেছেন পরীমণি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে পরী জানিয়েছেন, যে যা মন চায় করুক। যা মন চায় ভাবুক—এসব নিয়ে তিনি কিছুই ভাবতে চান না। কোনো কিছুতে সমস্যা মনে হলে তিনি কথা বলবেনই।

পরীর গায়ে লাগলে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না জানিয়ে এই আলোচিত নায়িকা বলেন, সবার মতো চুপ করে থাকতে পারেন না। যেকোনো অন্যায় নিয়ে তিনি কথা বলছেন। এই অন্যায় নিয়ে কথা বলার কারণে তাকে যদি বারবার জেলে যেতে হয়, তবে যাবেন। পরী বলেন, ‘কিছু হলেই জেলে পাঠাবে, তাহলে তো দেশের কেউ কথাই বলবে না। সবাই বোবা হয়ে থাকবে? আমৃত্যু আমি অন্যায় দেখলে কথা বলব, যা আছে কপালে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *