ডাক বিভাগের দুই বিজ্ঞপ্তিতে ৭৪৫ পদ, প্রস্তুতি যেভাবে

লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যাবহারিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। যোগ্য প্রার্থীদের প্রথমেই লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই পদভিত্তিক ব্যাবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে। ব্যাবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই জানানো হবে মৌখিক বা ভাইভা পরীক্ষার তারিখ। ব্যাবহারিক পরীক্ষা ছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে লিখিত ও মৌখিক—দুই পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। ডাক বিভাগ পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিগত বেশ কয়েক বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নিরীক্ষা করে দেখা যায়, লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন করা হয়। তবে নিয়োগ কর্তৃপক্ষ এবারের প্রশ্নপত্র এমসিকিউ না সংক্ষিপ্ত রচনামূলক পদ্ধতিতে নেবে, তা পরে নির্ধারণ করা হবে।

ডাক বিভাগের কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান—এই চার বিষয়ের ওপর প্রশ্ন করা হয়। স্নাতক ও এইচএসসি পাস চাওয়া পদগুলোর ক্ষেত্রে একাদশ-দ্বাদশ ও নবম-দশম শ্রেণির পাঠ্যবই থেকেই প্রশ্ন আসে। এসএসসি ও অষ্টম পাস চাওয়া পদগুলোর পরীক্ষায় অষ্টম, নবম ও দশম শ্রেণির পাঠ্যবই থেকে প্রশ্ন করা হয়। বাংলা অংশে ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন করা হয়। গদ্য ও পদ্য থেকে প্রশ্ন কম থাকে।

প্রস্তুতিতে ব্যাকরণ অংশেই বেশি জোর দিতে হবে। ইংরেজিতেও গ্রামার অংশ থেকে বেশি প্রশ্ন করা হয়। তাই ইংরেজি বিষয়েও গ্রামার অংশের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে ভালো প্রস্তুতি নিতে হবে। গণিত বিষয়ে পাটিগণিত, বীজগণিত—উভয় অংশ থেকেই প্রশ্ন বেশি আসে। জ্যামিতি থেকেও প্রশ্ন আসে।

পাটিগণিতে জোর দিতে হবে ল.সা.গু., গ.সা.গু., শতাংশ, গড় নির্ণয়, শতকরা, সুদকষা, অনুপাত ও সমানুপাত অধ্যায়ে। বীজগণিতে উৎপাদক, মান নির্ণয় অধ্যায়টা আয়ত্তে রাখতে হবে। সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়সহ সমসাময়িক বিষয়, বিজ্ঞান, কম্পিউটার, ইতিহাস, সংস্কৃতি, বাংলাদেশ প্রসঙ্গ ও বিশ্ব—এসব বিষয়ের ওপর প্রস্তুতি নিতে হবে। ভালো প্রস্তুতির জন্য পদভিত্তিক বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করতে পারলে ভালো ধারণা পাওয়া যাবে। এ ছাড়া বাজারে বিভিন্ন প্রকাশনীর তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়ক বই পাওয়া যায়। সেগুলোও বেশ ভালো কাজে দেবে।

পদভিত্তিক যোগ্যতা: একটি বিজ্ঞপ্তিতে পদের ধরন ১২টি, পদ ৫২৪টি। এর মধ্যে পোস্টম্যান নেওয়া হবে ১৯০ জন; দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এসএসসি বা সমমান পাস। স্ট্যাম্প ভেন্ডার তিনজন; এসএসসি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা। ওয়্যারম্যান একজন; এসএসসি বা সমমান পাস এবং ইলেকট্রিকের কাজে বি/সি ক্যাটাগরির লাইসেন্সপ্রাপ্ত। আমর্ড গার্ড পাঁচজন; এসএসসি বা সমমান পাস এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। প্যাকার-কাম-মেইল ক্যারিয়ার ১২৩ জন; এসএসসি বা সমমান পাস। অফিস সহায়ক (এমএলএসএস) ২৩ জন; এসএসসি বা সমমান পাস। গার্ডেনার পাঁচজন; অষ্টম বা সমমান পাস এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞ। পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) ১১ জন; অষ্টম বা সমমান পাস। বার্তাবাহক দুজন; এসএসসি বা সমমান পাস। রানার ১৩১ জন; এসএসসি বা সমমান পাস। বোটম্যান তিনজন; এসএসসি বা সমমান পাস। নিরাপত্তা প্রহরী ২৭ জন; এসএসসি বা সমমান পাস।

অন্য বিজ্ঞপ্তিতে পদের ধরন ১৫টি, পদ ২২১টি। এর মধ্যে সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট) চারজন, দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান পাস এবং নির্ধারিত কম্পিউটার টাইপিং গতি। উচ্চমান সহকারী ১১ জন; দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান পাস এবং নির্ধারিত কম্পিউটার টাইপিং গতি। ক্যাশিয়ার একজন; স্নাতক বা সমমান পাস। টেকনিশিয়ান একজন; এইচএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স সনদপ্রাপ্ত। কম্পাউন্ডার/ফার্মাসিস্ট একজন; এসএসসি বা সমমান পাস এবং ফার্মাসিস্ট কোর্স সনদপ্রাপ্ত। ড্রাফটসম্যান দুজন; দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমান পাস এবং ড্রাফটসম্যানশিপে ছয় মাসের সনদধারী। পোস্টাল অপারেটর ১৮০ জন; দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমান পাস। ড্রাইভার (ভারী) একজন এবং ড্রাইভার (হালকা) পাঁচজন; এসএসসি বা সমমান পাস এবং ভারী বা হালকা গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট) তিনজন; দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমান পাস এবং নির্ধারিত কম্পিউটার টাইপিং গতি। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতজন; দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমান পাস এবং নির্ধারিত কম্পিউটার টাইপিং গতি। কার্পেন্টার একজন; এসএসসি বা সমমান পাসসহ ট্রেড কোর্সধারী ও তিন বছরের অভিজ্ঞতা। পাম্প অপারেটর একজন; এসএসসি বা সমমান পাসসহ ট্রেড কোর্সধারী ও দুই বছরের অভিজ্ঞতা। প্লাম্বার দুজন; এসএসসি বা সমমান পাসসহ ট্রেড কোর্সধারী। মিডওয়াইফ একজন; এসএসসি বা সমমান পাসসহ এক বছরের ট্রেড কোর্সধারী। সব পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (১১ জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী)।

বেতন-ভাতা: সব পদই রাজস্ব খাতভুক্ত। তাই নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেলে (২০১৫) নির্ধারিত গ্রেড অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক: http://pmgec.teletalk.com.bd

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *