পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বিদেশি খেলোয়াড়দের ড্রাফট প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দশম টুর্নামেন্টের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার জায়গা পেয়েছেন। পিএসএলের ড্রাফটে সুযোগ পাওয়া ৮ ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। টুর্নামেন্টের শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডের তালিকায় রয়েছেন। তবে কে কোন তালিকায় তা এখনো জানায়নি।

ক্রিকেটারদের নিলাম আগামী শনিবার অনুষ্ঠিত হবে। নিলাম হবে পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে। এবারে নিলামে ১৯ দেশের মোট ৫১০ ক্রিকেটার নিবন্ধন করেছেন। আইপিএলে দল না পাওয়া তারকা ক্রিকেটাররাও পিএসএলের ড্রাফটে আছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ডেভিড ওয়ার্নার, ড্যারিল মিচেল, ফিন অ্যালেন, টিম সাউদি, রেসি ফন ডার ডুসেন, এভিন লুইস, মোহাম্মদ নবীর মতো খেলোয়াড়রা। সাধারণত পিএসএল হয় ফেব্রুয়ারি থেকে মার্চে। তবে বছরের এ সময়ে চ্যাম্পিয়নস ট্রফি আছে বলেই ৮ এপ্রিল থেকে ১৯ মের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করতে চায় পিসিবি। ঠিক এ সময়েই আবার আইপিএলের ১৮তম আসর শুরু হবে। যা মার্চের শেষ সপ্তাহ হতে মে মাসের শেষ পর্যন্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *