নিয়োগ পরীক্ষা পদ্ধতি: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলি, কোটা ও অন্যান্য নীতিমালা অনুসরণ করা হবে। প্রার্থী নির্বাচন করা হবে শারীরিক ও এমসিকিউ পরীক্ষার মাধ্যমে। প্রথমেই নেওয়া হবে শারীরিক পরীক্ষা। ২৬ জানুয়ারি ২০২৫ সকাল ৯টায় প্রার্থীর পার্শ্ববর্তী বা নির্ধারিত পল্লী বিদ্যুৎ সমিতিতে শারীরিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।
উপস্থিতির সময় পূরণকৃত আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদের ফটোকপি, নাগরিকত্ব সনদের ফাটোকপি, সদ্য তোলা পাসপোর্ট আকারের ৪ কপি ছবি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত) এবং ৫০ টাকার পোস্টাল অর্ডার, পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সঙ্গে রাখতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদেরই শুধু এমসিকিউ পরীক্ষার জন্য ডাকা হবে। এমসিকিউ পরীক্ষায় পাস করলে ডাক পড়বে ভাইভার জন্য। ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হলেই নিয়োগের জন্য বিবেচনা করা হবে।
প্রার্থীর বয়স ও শারীরিক যোগ্যতা: ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২১ বছর হতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রেও একই বয়সসীমার মধ্যে থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং প্রসারণে ৩২ ইঞ্চি। ৭ মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে পর পর কমপক্ষে পাঁচবার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে।
অবশ্যই ভালো স্বাস্থ্যের অধিকারী এবং কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং হাতে-কলমে শেখার আগ্রহ থাকতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রীড়ার কাজে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পরীক্ষার প্রস্তুতি: ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লাইনম্যান রাজীব আহমেদ জানান, শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়। মোট ৭৫ নম্বরের ৭৫টি প্রশ্ন করা হয়।
বিষয়ভিত্তিক গড় নম্বর থাকে ১৫ থেকে ২০। এমসিকিউ পরীক্ষায় বাংলায় ব্যাকরণ ও সাহিত্যের নানা বিষয়ে প্রশ্ন করা হয়। ইংরেজিতে গ্রামার অংশ থেকে প্রশ্ন করা হয়। পাটিগণিত ও বীজগণিতের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রশ্ন করা হয়। বিজ্ঞান থেকে বেশ কিছু বিষয়ে প্রশ্ন করা হয়। সাধারণ জ্ঞানে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু থেকে প্রশ্ন করা হয়। অষ্টম ও নবম-দশম শ্রেণির পাঠ্যবই বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের বইগুলো পড়ে প্রস্তুতি নিতে হবে। বিগত বছরের লাইনম্যান পদের প্রশ্নপত্রগুলো পরীক্ষার প্রস্তুতিতে বেশ কাজে লাগবে। সব পদের ক্ষেত্রেই পুরনো প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন কমন পড়ে।
আবেদন প্রক্রিয়া: পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে (www.reb.gov.bd) পাওয়া যাবে আবেদনের নির্ধারিত ফরম। এ ছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং সমিতির অফিস থেকেও নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তিতেও আবেদন ফরম সংযুক্ত করা হয়েছে। ফরম এ৪ আকারের সাদা কাগজে প্রিন্ট করে নিজ হাতে পূরণ করতে হবে। আবেদন ও পরীক্ষার সব তথ্য জানা যাবে নিয়োগ বিজ্ঞপ্তি, বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) ও সংশ্লিষ্ট পবিস অফিস থেকে।
পদায়ন ও বেতন-ভাতা: নিয়োগের পর শিক্ষানবিশ লাইনম্যানকে নিজ জেলা ও নিজ সমিতির ভৌগোলিক এলাকার বাইরে যেকোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে পদায়ন করা হতে পারে। তাই প্রার্থীকে দেশের যেকোনো কর্ম এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ১৫,৫০০ টাকাসহ বিধি অনুয়ায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে। প্রথমে এক বছরের জন্য অন-প্রবেশন হিসেবে নিয়োগ করা হবে। প্রবেশন সময়ের পর সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, মোটরসাইকেল চালনার লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়োগ স্থায়ী করা হবে। স্থায়ী নিয়োগের ক্ষেত্রে লাইনম্যান হিসেবে পদায়ন করা হবে এবং পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী ১৬,৬০০ টাকা বেতন স্কেলে মাসিক বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।