হাতিরঝিলে সন্ত্রাসীদের হামলায় যুক্তরাষ্ট্র প্রবাসী আহত

রাজধানীর হাতিরঝিলের বাগিচার টেক এলাকায় যুক্তরাষ্ট্র প্রবাসীকে মারধর করে তার নিজের জমি ছেড়ে দেয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় প্রবাসী মামুদ আলম ভূঁইয়ার ভাতিজা রকিবুল করিম ভূঁইয়া সোমবার (১৩ জানুয়ারি) রাতে হাতিরঝিল থানায় একটি জিডি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, আমার চাচা মোঃ মামুদ আলম ভূঁইয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে এবং তিনি যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ নাগরিক। যুক্তরাষ্ট্র থেকে নিয়মিত রেমিটেন্স পাঠিয়ে এই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। হাতিরঝিল এলাকায় ওই পরিবারের বেশ সুখ্যাতি রয়েছে। হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকার চিহ্নিত ভ‚মি দখলকারী ও সন্ত্রাসী এবং মাদক ব্যবসার ইন্দনদাতা সাইফুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনীর প্রধান বিল্লাল হোসেন, মোঃ রাকিবুল হাসান বাদশাসহ আরো অজ্ঞাতনামা সন্ত্রাসীদের সহায়তায় দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ কায়েম করেছে।

জিডির অভিযোগে বলা হয়, হাতিরঝিল থানাধীন বাগিচারটেক প্লট নং-১৯/সি জমির ওপর স্থানীয় সন্ত্রাসীরা নজর দেয়। গত ১ জানুয়ারি রাতে স্থানীয় সন্ত্রাসী সাইফুল, বিল্লাল, বাদশাসহ ১৫/২০ জন ওই জমি দখল করতে যায়। এসময় মামুদ আলম বাধা দিলে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি মারধর করে। কিল-ঘুষিতে তিনি আহত হন। ওই জমি ছেড়ে না দিলে তিনি এবং তার পরিবারের ওপর বড় ধরনের বিপদ আসবে বলে সন্ত্রাসীরা হুমকি দিয়ে চলে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *