এবার চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৮ লেখক

বাংলা সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আটজন লেখক পাচ্ছেন ‘চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার ২০২৪ ও ২০২৫’। সোমবার চন্দ্রাবতী সম্পাদক অহনা নাসরিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জন্য সাহিত্যে পুরস্কার পাচ্ছেন- প্রবন্ধ ও গবেষণায় ভীষ্মদেব চৌধুরী, সংগীতে শহীদুল্লাহ ফরাজী (গীতিকার), শিশুসাহিত্যে খালেদ হোসাইন, কবিতায় শিহাব শাহরিয়ার, কথাসাহিত্যে মনি হায়দার। ২০২৫ সালের জন্য পাচ্ছেন- কবিতায় জাহিদ হায়দার, শিশুসাহিত্যে সারওয়ার-উল-ইসলাম এবং কথাসাহিত্যে নাহার মনিকা।

চন্দ্রাবতী পত্রিকার সম্পাদক অহনা নাসরিন জানান, আজ ‘চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার ২০২৪ ও ২০২৫’ কমিটি মনোনীত ঘুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে ঢাকায় পুরস্কার প্রদান করা হবে আগামী ১৬ অক্টোবর ২০২৫। চন্দ্রাবতী সাহিত্য পুরস্কারে থাকছে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ এবং উত্তরীয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ‘চন্দ্রাবতী’র নামে আনুষ্ঠানিকভাবে সাহিত্যের ছোটকাগজ চন্দ্রাবতীর পথচলা শুরু। নিয়মিত পত্রিকা প্রকাশের পাশাপাশি প্রতি বছর অক্টোবর মাসের ১৬ তারিখ সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হচ্ছে চন্দ্রাবর্তী সাহিত্য পুরস্কার। চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার ২০২৩ পেয়েছিলেন কবিতায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাসাহিত্যে আকিমুন রহমান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, প্রবন্ধে সরকার আবদুল মান্নান ও গবেষণায় ড. সালিম সাবরিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *