চীনকে রুখতে আমেরিকার নতুন সামরিক জোটে যোগ দেবে ভারত?

চীনকে রুখতে ‘কোয়াড’ (চতুর্দেশীয় অক্ষ)-এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ‘স্কোয়াড’-এও নয়াদিল্লিকে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনকে নিয়ে গঠিত আমেরিকার নেতৃত্বাধীন ওই সামরিক জোটে ভারত এবং দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইতোমধ্যে ফিলিপাইনের পক্ষ থেকে এ বিষয়ে নয়াদিল্লির কাছে আমন্ত্রণ পৌঁছেছে বলে জানা গেছে। ফিলিপাইনের সেনাপ্রধান জেনারেল রোমিও এস ব্রাউনার নয়াদিল্লিতে একটি আলোচনাসভায় যোগ দিতে এসে সেই ইঙ্গিতও দিয়েছেন। দক্ষিণ চীন সাগরে চীনের দাপট প্রতিরোধ করতে এবং তাইওয়ানের নিরাপত্তার স্বার্থে গত বছর হাওয়াইয়ে আনুষ্ঠানিকভাবে ‘স্কোয়াড’ গঠন করেছে পেন্টাগন।

দক্ষিণ চীন সাগরের দখলদারি নিয়ে দীর্ঘ দিন ধরেই ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ রয়েছে। এবার সেই সুযোগের সদ্ব্যবহার করতে চায় আমেরিকা। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের আধিপত্য রুখতে আমেরিকার নেতৃত্বেই ২০০৭ সালে ‘কোয়াড’ (কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ) গঠিত হয়েছিল। ওই সামরিক জোটের সদস্য ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানও।

একাধিকবার ওই জোটের সামরিক মহড়ায় প্রশান্ত মহাসাগরে শক্তি প্রদর্শন করেছে নয়াদিল্লি। কিন্তু ‘স্কোয়াড’ সরাসরি চীনের প্রভাব বলয়ের অন্তর্গত। ফলে চীনের সঙ্গে সরাসরি সংঘাতের সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ভারত। তবে জেনারেল ব্রাউনার তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছেন, “দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের খবরদারি রুখতে আমরা আগামী দিনে ‘স্কোয়াড’-কে প্রসারিত করতে চাই।” সূত্র: রয়টার্স, এনডিটিভি, নিউজএক্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *